Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

লস এঞ্জেলেস কাউন্টির চার সমুদ্র সৈকত নিয়ে সর্তকতা জারি

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৩, ৬ সেপ্টেম্বর ২০২১

লস এঞ্জেলেস কাউন্টির চার সমুদ্র সৈকত নিয়ে সর্তকতা জারি

লস এঞ্জেলেস কাউন্টির জনস্বাস্থ্য অধিদপ্তর চারটি সমুদ্রসৈকতে সাঁতার কাটার ব্যাপারে বাসিন্দাদেরকে সর্তক করে দিচ্ছে। কর্তৃপক্ষরা বলছে, উক্ত চারটি সমুদ্রসৈকতে ক্ষতিকর ব্যাকটেরিয়ার পরিমাণ অনেক বেশি যার কারণে সাঁতার কাটা, সার্ফ করা বা পানিতে নামার পূর্বে বিশেষ সর্তকতা অবলম্বন করতে হবে। সমুদসৈকতগুলো হলোঃ

১) মারিনা ডেল রেতে অবস্থিত মাদারস বিচ

২) ডোকওয়েইলার স্টেট বিচের ব্যালোনা ক্রিক

৩) সান পেদ্রোর ইনার কাবারিলো

৪) সার্ফরাইডার বিচের ম্যালিবু লেগুন

স্বাস্থ্য অধিদপ্তর এর পূর্বে সান্তা মনিকা পিয়ার সম্পর্কে একই সর্তকবার্তা দিয়েছিলো। বর্তমানে সান্তা মনিকা পিয়ারে সাঁতার কাটানো সম্পূর্নরুপে নিরাপদ বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

সমুদ্রসৈকত সম্পর্কিত যেকোন তথ্য জন্য যোগাযোগ করুন : 1-800- 525-5662


 চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় channel786news@gmail.com । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ