নাটোর জেলা সমিতি ইউএসএ-এর উদ্যোগে বার্ষিক বনভোজন-২০২১ আয়োজন করা হয়েছে। আগামী ১৮ সেপ্টেম্বর এটি অনুষ্ঠিত হবে ভ্যালি কটেজে অবস্থিত রকল্যান্ড লেক স্টেট পার্কে। এতে থাকছে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে র্যাফেল ড্র।
বনভোজনের আহŸায়ক করা হয়েছে টিএম নাজিরুদ্দৌলাকে। যুগ্ম আহŸায়ক মো. রাশিদুল ইসলাম, প্রধান সমন্বয়কারী টুটুল, সমন্বয়কারী মো. শফিয়ত আলী, সদস্য সচিব ইয়াকুব আলী এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন মো. টিপু সুলতান।
র্যাফেল ড্র-এর প্রথম পুরস্কার হিসেবে থাকছে টেলিভিশন, দ্বিতীয় পুরস্কার ল্যাপটপ এবং তৃতীয় পুরস্কার হিসেবে থাকছে ট্যাবলেট। বার্ষিক এই বনভোজনে সবাইকে অংশগ্রহণের বিনীত অনুরোধ জানিয়েছেন নাটোর জেলা সমিতির সভাপতি মো. আব্দুল খালেক এবং সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।