Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

গার্ডেনাতে পাওয়া গেলো অবৈধ ক্যাসিনো

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৯, ৪ সেপ্টেম্বর ২০২১

গার্ডেনাতে পাওয়া গেলো অবৈধ ক্যাসিনো

বৃহস্পতিবারে (৩ সেপ্টেম্বর) গার্ডেনা পুলিশ একটি ভবনে অভিযান চালিয়ে একটি অবৈধ ভূগর্ভস্থ ক্যাসিনোর সন্ধান পেয়েছে।
অভিযানের সময় ক্যাসিনো থেকে এক ডজনেরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে।
ভবনটির প্রতিবেশীরা জানায় যে পশ্চিম ১৩৪নং সড়কটির ১৭০০ ব্লকে অবস্থিত লাল ইটের ভবনটিতে এক মাস আগে নতুন ভাড়াটেগুলো আসে।

তারপর থেকেই ওই ভবনটিতে রাতদিন অসংখ্য মানুষের আনাগোনা লেগে থাকতো।

লাস ভেগাস নিবাসী সামিল হার্ভি রেইডের পূর্বে ভবনটিতে প্রবেশ করেছিলেন। তিনি জানান, ভবনটির ভেতরে পুরোটাই ক্যাসিনোর মত ছিলো ও এই ক্যাসিনোর কথা লোকমুখে প্রচার হচ্ছিলো।

পুলিশ এখন অভিযানটি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। ব্যাপারটি নিয়ে এখনো তদন্ত চলছে।


 চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ