ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণের কারণে লস এঞ্জেলেস কাউন্টিতে দ্রুতবেগে বাড়ছে করোনার হার। এর পাশাপাশি বাড়ছে টিকা গ্রহণের হার। কাউন্টির স্বাস্থ্যকর্মকর্তাড়া জানিয়েছে, অঞ্চলটির ৮০ শতাংশ মানুষ টিকা গ্রহণ না করলে অঞ্চলটিতে হার্ড ইমিউনিটি তৈরি হবে না।
প্রাথমিকভাবে জনস্বাস্থ্য ডিরেক্টর বারবারা ফেরার আশা করেছিলেন যে জুলাই মাসের মধ্যে ৮০ শতাংশ জনগনকে টিকা সরবরাহ করে লস এঞ্জেলেস কাউন্টি হার্ড ইমিউনিটি লাভ করতে পারবে। কিন্তু টিকা গ্রহণের হার কমে যাওয়ায় হার্ড ইমিউনিটি অর্জনের সময়ও বাড়তে থাকে। জুন মাসে ফেরার জানান যে কাউন্টি বসন্তের আগে তাঁর লক্ষ্যে পৌছাতে পারবে না কারণ ডেল্টা ভ্যারিয়েন্ট আক্রমণে করোনার হার বাড়ছে।
মঙ্গলবারে একটি সংবাদ সম্মোলনে ফেরার বলেন, ‘আমি মনে করি ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে সবকিছু নষ্ট হয়ে গেছে।‘
বর্তমানে আমেরিকাজুড়ে মোট করোনা রোগীর ৯৯ শতাংশ ব্যক্তিই ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। গবেষকরা এখনও এই ভ্যারিয়েন্টের বিরুদ্ধে বিভিন্ন টিকার কার্যকরিতা পরীক্ষা করছে।
লস এঞ্জেলেস কাউন্টি এখনো তাঁর লক্ষ্য মোতাবেক ৮০ শতাংশ জনগনকে টিকার সম্পূর্ন ডোজন সরবরাহ করতে পারেনি। ফেরার জানান, বর্তমানে কাউন্টির ৭৫ শতাংশ বাসিন্দা টিকার এক ডোজ ও ৬৫ শতাংশ ব্যক্তি টিকার সম্পূর্ন ডোজ গ্রহণ করেছে।
ফেরার জানান, এখনো পর্যাপ্ত পরিমানে মানুষ টিকা গ্রহণ করছে না। বর্তমানের পরিসংখ্যান দেখে জানা যায় যে আগস্ট মাসের ১৬ থেকে ২২ তারিখ পর্যন্ত পুরো কাউন্টিতে ৬৩ হাজার টিকার ডোজ প্রয়োগ করা হয়েছে। ফেরার জানান যে সংখ্যাটি ৪-১০ হাজার পর্যন্ত বাড়তে পারে কারণ অনেক সময় রিপোর্ট করতে দেরি হয়।
কাউন্টির কর্মকর্তারা কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের মানুষদের মধ্যে টিকা গ্রহণের হার বৃদ্ধি করতে চান। কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের মধ্যে মাত্র ৫০ শতাংশ ব্যক্তি টিকা গ্রহণ করছে।
স্বাস্থ্য কর্মকর্তারা সুবিধাবঞ্চিত সম্প্রদায়কে টিকা সরবরাহ করার জন্যে মোবাইল ভ্যাক্সিনেশন টিম পরিচালনা করছে।
ফেরার জানান যে কাউন্টির টেস্ট পজিটিভিটির হার কম হলেও কেস সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যার মানে ট্রান্সমিশন কম হলেও ডেল্টা ভ্যারিয়েন্ট একসাথে অনেক মানুষকে আক্রমণ করে।
ফেরার জানান, অনেক মানুষ টিকাগ্রহণ না করে নিজেদের পাশাপাশি অন্যদেরকেও ঝুঁকির মুখে ফেলছে। তাদের মাধ্যমে ভাইরাসটি নতুন করে মিউটেট করার সুযোগ পেতে পারে।
তিনি বলেন, ‘পর্যাপ্ত মানুষ টিকা গ্রহণ না করলে আমরা সামনের শীতকালে বা বসন্তকালে নতুন একটি ভ্যরিয়েন্ট দেখতে পেতে পারি।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।