
বাংলাদেশি আমেরিকান এসোসিয়েশন অব কানেকটিকাট (বাক)-এর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এই নির্বাচন। এ নিয়ে কমিউনিটিতে ব্যাপক উৎসাহ বিরাজ করছে। প্রার্থীরাও নিজস্ব প্যানেলের আওতায় প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
‘বাক’-এর স্বকীয়তা রক্ষাই আমাদের অঙ্গীকার- এই স্লোগানে প্রচরণা চালিয়ে যাচ্ছে নূর-হুমায়ূন পরিষদ। এতে সভাপতি প্রার্থী হয়েছেন নুরুল আলম নুরু এবং সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন হুমাউন আহমেদ।
এক বার্তায় প্যানেলের পক্ষ থেকে বলা হয়েছে, ন্যায় ও সততার পথে কানেকটিকাটবাসীর কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন দূর্যোগে কমিউনিটির স্বার্থে কাজ করা এবং গতিশীল নেতৃত্ব আর গণমুখী সংগঠন গড়াই আমাদের লক্ষ্য। ভোটারদের সুচিন্তিত রায় প্রত্যাশা করছি।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।