Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

মজুমদার ফাউন্ডেশনের স্কুল সাপ্লাই বিতরণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:২৮, ৩০ আগস্ট ২০২১

মজুমদার ফাউন্ডেশনের স্কুল সাপ্লাই বিতরণ সম্পন্ন

মজুমদার ফাউন্ডেশনের উদ্যোগে পঞ্চম বার্ষিক স্কুল সাপ্লাই বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল ২৯ আগস্ট ব্রঙ্কসের পার্কচেস্টার সাবওয়ের কাছে এই শিক্ষা সরঞ্জাম বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ। 

এ প্রসঙ্গে মোহাম্মদ এন মজুমদার বলেন, মজুমদার ফাউন্ডেশন ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করলেও প্রতিষ্ঠানটি ২০০৫ সাল থেকেই নানাভাবে কমিউনিটির সেবা দিয়ে আসছে। প্রতিষ্ঠানটির কার্যক্রমের মধ্যে স্বল্প আয়ের লোকদের সিটি হাউজিং প্রাপ্তিতে সহায়তা, শিক্ষা, স্বাস্থ্য সেবা ও হেইট ক্রাইম ভিকটিমদের সহায়তা প্রদান অন্যতম।

তিনি আরও বলেন, প্রবাসী বাংলাদেশি নতুন প্রজন্মকে শিক্ষায় উৎসাহ দেওয়ার জন্য নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগেই বিনামূল্যে শিক্ষা সরঞ্জাম বিতরণ করা হচ্ছে। প্রায় এক হাজার শিক্ষার্থীর মাঝে এসব শিক্ষা সরঞ্জাম বিতরণ করা হয়েছে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ