দারুল হিকমাহ নিউইয়র্কের উদ্যোগে সামার ইসলামিক ক্লাসের অ্যাওয়ার্ড সিরিমনি ও স্টুডেন্ট প্রেজেন্টেশন-২০২১ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ আগস্ট শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন পেনসিলভানিয়ার বায়তুল মোকাররম এবং বানসালিম জামে মসজিদের সভাপতি ড. আব্দুল মালিক।
এছাড়া অনুষ্ঠানে শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দারুল হিকমাহ নিউইয়র্কেও প্রিন্সিপাল সাব্বির আহমেদ এবং প্রতিষ্ঠানটির পরিচালক শাহাদত খান।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।