
আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের নির্বাচন কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ আগস্ট বিকেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। কমিশনের প্রধান বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদের সভাপতিত্বে এতে অংশ নেন কমিশনের অপর দুই সদস্য জাহেদ শরিফ এবং কবি মিশুক সেলিম।
বৈঠক থেকে আগামী নভেম্বরের মধ্যে নির্বাচনী কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে প্রেস ক্লাবের সদস্য তালিকাসহ সার্বিক সহযোগিতা চাওয়া হয়েছে কার্যকরী কমিটির কাছে। এর পরিপ্রেক্ষিতে শিগগিরই ক্লাবের সভা আহ্বান করে সদস্য তালিকা চূড়ান্ত এবং অনাদায়ী সদস্য ফি আদায়ের পদক্ষেপ নেওয়া হবে।
গত মার্চ মাসের মধ্যে আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের নির্বাচন হওয়ার কথা। কিন্তু করোনা পরিস্থিতির কারণে তা আগামী ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।