Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

নিউইয়র্কে গুরুতর আহত তারেকের জন্য দোয়া কামনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৩, ২৬ আগস্ট ২০২১

আপডেট: ২০:৫০, ২৮ আগস্ট ২০২১

নিউইয়র্কে গুরুতর আহত তারেকের জন্য দোয়া কামনা

নিউইয়র্কের উইলিয়ামবার্গে ফুড ডেলিভারির কাজ করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন বাংলাদেশি তারেক। গত ২৩ আগস্ট এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে তাকে ১২৭৫ লিনডেন বুলেবার্ড হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ‘নিউইয়র্ক বাংলাদেশ কমিউনিটি’ নামক ফেসবুক পেইজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সদা হাস্যোজ্জ্বল তারেক ছিলেন কমিউনিটির পরিচিত মুখ। তাই এমন গুরুতর আহত হওয়ায় প্রেক্ষিতে কমিউনিটির পক্ষ থেকে তার আশু রোগমুক্তি কামনা করা হয়েছে। তাদের যেন সুস্থ হয়ে দ্রুত সবার মাঝে ফিরে আসে, সেই দোয়ার দরখাস্ত করা হয়েছে।

তারেকের দেশের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার ৮ নং সোনাপুর ইউনিয়নের হীরাপুর গ্রামে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ