শেইখ খুরসানের সম্মাননা লাভ
বাংলা নিউজের সম্পাদক ও ফিলাডেলফিয়া কমিউনিটির পরিচিত মুখ সাংবাদিক শেইখ খুরসান সম্মাননা লাভ করেছেন। গত ২২ আগস্ট ফিলাডেলফিয়ার বৃহত্তম সংগঠন বাংলাদেশ টেক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়া (বিটিএসপি) কর্তৃক আয়োজিত বার্ষিক বনভোজন ও গুণীজন সম্মাননা-২০২১ অনুষ্ঠানে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়েছে।
স্থানীয় রিভার ফিল্ডস প্যানিপ্যাক অন দ্য ডেলাওয়ার পার্কে এই আয়োজন সম্পন্ন হয়। এতে প্রায় ১ হাজার ১০০ জন লোক উপস্থিত ছিলেন। অতিথি হিসেবে ছিলেন বীর মুক্তিযোদ্ধা, লেখক, সাংবাদিক, শিল্পী ও কমিউনিটির স্বনামধন্য ব্যক্তিবর্গ।
সম্মাননা পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে শেইখ খুরসান বলেন, পুরস্কার মানুষকে আরও গতিশীল করে, দায়িত্ব বাড়িয়ে দেয়। আমার ক্ষেত্রেও তাই হবে, ইনশাআল্লাহ। পুরস্কারের জন্য আমাকে নির্বাচিত করায় বাংলাদেশ টেক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়ার সভাপতি তোজাম্মল হোসেনসহ সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।