বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ-এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গত ২২ আগস্ট এস্টোরিয়া পার্কে এই আয়োজন সম্পন্ন হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এবং সদর উপজেলার সাবেক চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন।
পুরো আয়োজন জুড়ে ছিল খেলাধুলা, র্যাফেল ড্র, আকর্ষণীয় পুরস্কার আর সুস্বাদু খাবার। র্যাফেল ড্রতে প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে স্বর্ণের চেইন, দ্বিতীয় পুরস্কার ৫৫ ইঞ্চি টেলিভিশন, তৃতীয় ও চতুর্থ পুরস্কার ল্যাপটপ, পঞ্চম পুরস্কার প্রিন্টার।
৬ষ্ঠ পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে টাওয়ার ফ্যান, সপ্তম পুরস্কার ডিনার সেট, অষ্টম পুরস্কার মাইক্রোওয়েভ এবং নবম পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে রাইস কুকার।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।