স্বাধীন বাংলাদেশের ৫০তম বার্ষিকী উপলক্ষে ইকনোমিক সেমিনারের আয়োজন করেছে ইউএস বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি (ইউএসবিসিসিআই)। গতকাল ২২ আগস্ট এটি অনুষ্ঠিত হয় নিউইয়র্কের ম্যারিয়ট লাগোর্ডিয়া হোটেলে। এতে স্বাগত বক্তব্য দেন ইউএস বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি, নিউইয়র্কের প্রেসিডেন্ট মো. লিটন আহমেদ ও মাষ্টার অফ সেরিমনি ছিলেন শেখ ফরহাদ।
‘৫০ বছরের বাংলাদেশ: প্রবাসীদের অবদান’ শীর্ষক এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান। কি-নোট প্রেজেন্টেশন দিয়েছেন সেন্টার ফর এনআরবির-এর প্রধান শেকিল চৌধুরী। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা কাজী মাশুক আহমেদ।
সেমিনারে আরও বক্তব্য দেন এসএফ গ্লোবাল হোল্ডিংস-এর পরিচালক নাসিম আলী, যুক্তরাষ্ট্র স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সহযোগী পরিচালক ওয়াসেফ চৌধুরী, নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকের সুপারভাইজিং অডিটর ইমতিয়াজ চৌধুরী, যুক্তরাষ্ট্রে সোনালী এক্সচেঞ্জের প্রধান কার্যনির্বাহী দেবশ্রী মিত্র, নিউইয়র্ক ইন্টান্যাশনাল ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের কার্যনির্বাহী কাজী হেলাল আহমেদ।
আরও বক্তব্য রাখেন- নিউইয়র্কের ডেপুটি কনসাল জেনারেল এস এম নাজমুল হাসান, ওয়াশিংটন ডিসিতে দূতাবাসের ইকনোমিক মিনিস্টার মেহদি হাসান, জাতিসংঘে মিশনের ইকনোমিক মিনিস্টার মাহমুদুল হাসান, যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা জিয়া করিম, ইউনিভার্সিটি অব ম্যারিল্যান্ডের স্কুল অব ফার্মেসির সহকারি ক্লিনিক্যাল প্রফেসর ফারজানা মুসাউইস।
আলোচনায় অংশ নেন দৈনিক ঠিকানার সম্পাদক ফজলুর রহমান, দৈনিক প্রতিদিনের নির্বাহী সম্পাদক লাভলু আনসার, নারী উদ্যোক্তা ফারহানা মোসাওয়ার, ব্যবসায়ী আমিনুল ইসলাম, কাজী হেলাল আহমেদ এবং ফখরুল ইসলাম দেলোয়ার। সমাপনী বক্তব্য দেন ইউএসবিসিসিআই-এর ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাদের মিয়া।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।