Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

সিটি ওয়ার্কারদের বাধ্যতামূলক টিকা গ্রহণ অনুমোদন করলো কাউন্সিল

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৫৫, ১৯ আগস্ট ২০২১

সিটি ওয়ার্কারদের বাধ্যতামূলক টিকা গ্রহণ অনুমোদন করলো কাউন্সিল

সিটি ওয়ার্কারদের জন্য করোনা টিকা বাধ্যতামূলক করার প্রস্তাবনাটি অনুমোদন করেছে দ্য লস এঞ্জেলেস সিটি কাউন্সিল। তবে যেসব কর্মীর শারীরিক অসুবিধা বা ধর্মীয় বিধিনিষেধ রয়েছে, তারা নির্দেশনার বাইরে থাকবেন।

বুধবার (১৮ আগস্ট) সিটি কাউন্সিলের মেম্বাররা এই প্রস্তাবনাটি অনুমোদন করেন।

সিটি কাউন্সিল প্রেসিডেন্ট নুরি মার্টিনেজ বলেন, 'লস এঞ্জেলেস প্রথম শহর হিসেবে এর কর্মীদের টিকা নেয়ার প্রস্তাবনা রেখেছিল। এখন ক্যালিফোর্নিয়াসহ বেশকিছু রাজ্য একই নিয়ম জারি করছে। এটি একটি সাধারণ বিবেচনার বিষয়'।

এর আগে মেয়র এরিক গারসেটি এবং নুরি মার্টিনেজ জুলাই মাসের ২৭ তারিখ জানান, সিটি ওয়ার্কারদের টিকা নিতে হবে অথবা সাপ্তাহিক করোনা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। তবে নির্দেশনায় খানিকটা পরিবর্তন এনে বলা হয়, 'যাদের স্বাস্থ্যগত অসুবিধা অথবা ধর্মীয় বিধিনিষেধ আছে, তারা টিকা গ্রহণ চাইলে না করতে পারে, তবে কর্মক্ষেত্রে তাদের করোনা পরীক্ষা নিয়মিত করাতে হবে'।

মার্টিনেজ বলেন, 'সিটি কর্মীরা যদি টিকা গ্রহণ না করে, তবে সাধারণ লস এঞ্জেলেসবাসীকে আমরা কীভাবে টিকা নিতে বলবো? কমিউনিটিতে আমাদের উদাহরণ রাখতে হবে'।

নতুন নির্দেশনাটি বাস্তবায়নে মেয়র এরিক গারসেটির অনুমোদন লাগবে। সিটি ওয়ার্কারদের সেপ্টেম্বরের ৭ তারিখের মধ্যে ফাইজার অথবা মডার্নার টিকার প্রথম ডোজ গ্রহণ করতে হবে। দ্বিতীয় ডোজ অক্টোবরের ৫ তারিখের মধ্যে নিতে হবে। এছাড়া যারা জনসন অ্যান্ড জনসনের এক ডোজ টিকা গ্রহণ করবেন, অক্টোবরের ৫ তারিখের মধ্যে তাদের টিকা নিতে হবে।


 চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ