যুক্তরাষ্ট্রে আবারও বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ। এই পরিস্থিতিতে আমেরিকান মুসলিম হেলথ প্রফেশনালস-এর উদ্যোগে ‘ব্যাক টু স্কুল অ্যান্ড ভ্যাকসিন’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মূলত এর মাধ্যমে আমেরিকার শীর্ষ সংক্রমক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউসির সঙ্গে মতবিনিময় করা হবে।
আগামী ৩০ আগস্ট বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এটি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের মধ্য দিয়ে করোনাভাইরাস এবং এর ভ্যাকসিন নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন ডা. অ্যান্থনি ফাউসি।
বিশেষ যে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে, সেগুলো হলো- ১২ থেকে ৩০ বছর বয়সীদের জন্য ভ্যাকসিন গ্রহণের গুরুত্ব, ভ্যাকসিন গ্রহণের পর শিশু এবং বড়দের কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। এছাড়া সম্প্রতি ছড়িয়ে পড়া ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়েও আলোচনা হবে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।