Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ইউএস কংগ্রেস প্রার্থী রানা হামিদের মিট অ্যান্ড গ্রিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৮, ১৮ আগস্ট ২০২১

ইউএস কংগ্রেস প্রার্থী রানা হামিদের মিট অ্যান্ড গ্রিট

‘এমপাওয়ার, লিড, ইন্সপায়ার’ এই স্লোগানে আমেরিকান পাকিস্তানি পাবলিক অ্যাফেয়ার্স কমিটির (এপিপিএসি) উদ্যোগে মিট অ্যান্ড গ্রিট-এর আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে ইউএস কংগ্রেস প্রার্থী রানা আবদেল হামিদ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। আগামীকাল ১৯ আগস্ট সন্ধ্যা ৬টায় শুরু হবে এই আয়োজন।

আয়োজনটি সম্পন্ন হবে নিউইয়র্কের ৬২৫ আশফোর্ড এভিনিউতে। বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে- মির্জা খাওয়ার বেগ: (৯১৭) ৯৩৯-০২৬১, আসাদ চৌধুরী: (৯১৭) ২৩৯-৮৭১১, আমর রাজ্জাক: (৭১৮) ৫১৫-৬৬৬৬, শহীদ হাসান: (৯১৭) ২৩৮-৯৬৭৬, পারভেজ রিয়াজ: ৪১৭-৮৬১৯।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ