Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ফেনী জেলা সমিতির বনভোজন ১১ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৯, ১৮ আগস্ট ২০২১

ফেনী জেলা সমিতির বনভোজন ১১ সেপ্টেম্বর

ফেনী জেলা সমিতি ইউএসএ-এর উদ্যোগে বনভোজনের আয়োজন করা হয়েছে। আগামী ১১ সেপ্টেম্বর শনিবার এটি অনুষ্ঠিত হবে নিউইয়র্কের লং আইল্যান্ডের সানকেন মেডো স্টেট পার্কের ইস্ট অরচার্ড প্যাভেলিয়নে। সকাল ৮টায় শুরু হবে বনভোজনের কার্যক্রম।

এককভাবে অংশগ্রহণের ক্ষেত্রে চাঁদার হার নির্ধারণ করা হয়েছে ২৫ ডলার। স্বামী-স্ত্রী এবং অনূর্ধ্ব ৭ বছরের বাচ্চার ক্ষেত্রে ৪০ ডলার। ৭ বছরের ঊর্ধ্বের প্রতিটি বাচ্চার জন্য চাঁদা নির্ধারণ করা হয়েছে ২০ ডলার করে। বনভোজনের মূল আকর্ষণ হিসেবে থাকছে র‌্যাফেল ড্র, খেলাধুলা ও আকর্ষণীয় পুরস্কার।

বনভোজনে অংশ নিতে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন আহ্বায়ক মিজানুর রহমান মানিক এবং সদস্য সচিব জাহাঙ্গীর আলম রতন। এছাড়া আরও রয়েছেন যুগ্ম আহ্বায়ক- জাফর আলম, শামীম মাহমুদ, কাজী আবু মোহাম্মদ ইউসুফ, হক রাসেল, এবং মইনুল করিম টিপু।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ