
নিউইয়র্কের স্বনামধন্য ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম নিউইয়র্কের বার্ষিক হিফজ ও আলিম গ্রাজুয়েশন সিরিমনি সম্পন্ন হয়েছে। আজ শনিবার ১৪ আগস্ট বেলা ১১টায় এই অনুষ্ঠান শুরু হয়। নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় বাদ জোহর।
এতে ২০২০-২১ শিক্ষাবর্ষের গ্রাজুয়েশন সমাপ্ত করা শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমাম সিরাজ ওয়াহহাজ। শিক্ষার্থীদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত আরও ছিলেন অভিভাবক, মুসল্লি, স্থানীয় মুসলিম কমিউনিটি লিডারসহ আরও অনেকে।
ইমাম সিরাজ ওয়াহহাজ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা যারা আজ গ্রাজুয়েশন সম্পন্ন করেছ, তাদের সবাইকে অভিনন্দন জানাই। তিনি আরও বলেন, একইসাথে শিক্ষার্থীদের বাবা-মাকেও বিশেষভাবে ধন্যবাদ দেওয়া প্রয়োজন। কারণ সন্তানের এই অর্জনের সাথে জড়িয়ে আছে তাদের অনেক শ্রম-ঘাম।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।