মুসলিম আমেরিকান সোসাইটি ব্রুকলিন-এর উদ্যোগে ‘ব্যাক টু স্কুল গিভ অ্যাওয়ে’ স্লোগানে বিনামূল্যে স্কুল সরঞ্জাম বিতরণের আয়োজন করা হয়েছে। আগামী ২৯ আগস্ট রোববার দুপুর ১২টায় এই আয়োজন সম্পন্ন হবে নিউইয়র্কের মারমেইড অ্যাভিনিউ অ্যান্ড ওয়েস্ট ২৫ স্ট্রিট ব্রুকলিনে।
এক বার্তায় মুসলিম আমেরিকান সোসাইটি ব্রুকলিন-এর পক্ষ থেকে জানানো হয়েছে, স্কুল শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ব্যাকপ্যাকসহ অন্যান্য স্কুল সরঞ্জাম বিতরণ করা হবে। অভিভাবকসহ সবাইকে সেখানে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।