
নিউইয়র্ক শরিয়া বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রি, মিট অ্যান্ড ফিস মার্কেট মুসলিম কমিউনিটির জন্য বিশেষ অফার ঘোষণা করেছে। যে কোনো পণ্যে মুসলিম ক্রেতাকে ১০ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
মাছ, মাংস এবং গ্রোসারি পণ্যের জন্য এই প্রতিষ্ঠান কমিউনিটিতে ভীষণ জনপ্রিয়। ক্রেতার চাহিদা অনুযায়ী এই মার্কেট থেকে সরবরাহ করা হচ্ছে বিমানে করে নিয়ে আসা তাজা মাছ, মাংসসহ সকল প্রকার গ্রোসারি পণ্য। বাংলাদেশের যাবতীয় অঞ্চলের মাছ এখানে সুলভ মূল্যে পাওয়া যায়।
প্রতিষ্ঠানটির ঠিকানা- ৩৭-১৫ ৫৫ স্ট্রিট, উডসাইড, নিউইয়র্ক। একদিনে করোনার প্রকোপ এবং অন্যদিকে ক্রেতার চাহিদার কথা বিবেচনা করে সম্পূর্ণ বিনামূল্যে হোম ডেলিভারির ব্যবস্থাও করা হয়েছে। ফোন নম্বর- ৭১৮-২০৫-৭২০০, ৯১৭-২৯৫-৪০১১।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় channel786news@gmail.com । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।