বিশিষ্ট মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত লেখক এবং যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. নূরুন নবীর নতুন তিনটি বই প্রকাশিত হয়েছে। সবগুলো বই-ই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর। এর মধ্যে দুটি বাংলা এবং একটি ইংরেজিতে লেখা হয়েছে।
বই তিনটি হলো- অন্তরঙ্গ জানালায় বঙ্গবন্ধু। চলতি আগস্ট মাসে এটি প্রকাশিত হয়েছে অনন্যা প্রকাশনী থেকে। ইংরেজি বইটির নাম Bangabandhu and Turbulent Bangladesh। বাংলা একাডেমি থেকে এটি প্রকাশিত হয়েছে গত মার্চ মাসে। তৃতীয় বইটি হলো- মুক্তিযুদ্ধে ভারত। নবান প্রকাশনী থেকে এটি প্রকাশিত হয়েছে চলতি আগস্ট মাসে।
বাংলাদেশে বইগুলো পাওয়া যাবে রকমারি ডটকমে। যুক্তরাষ্ট্রে পাওয়া যাবে নিউইয়র্কের মুক্তধারায়।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।