নিউইয়র্কের ব্রুকলিনে ৬ষ্ঠবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে পথ মেলা। আগামী ২২ আগস্ট এটি অনুষ্ঠিত হবে ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ডে। যৌথভাবে এর আয়োজন করছে- বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটি (বাফস) এবং ৬৬ প্রিসেন্ট কমিউনিটি কাউন্সিল।
উত্তর আমেরিকায় অবস্থানরত বাংলাদেশি শিল্পী ছাড়াও বাংলাদেশ থেকে অনেক স্বনামধন্য শিল্পীরা এই পথমেলার বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। এছাড়া থাকে রকমারী পণ্যের স্টল। এবারের আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রুকলিন ডিস্ট্রিক্ট এটর্নি এরিক গনজালেজ।
পথমেলার এই আয়োজনে স্পন্সর হিসেবে থাকছে- এনওয়াই ইন্সুরেন্স, মার্কস হোম কেয়ার, এটর্নি মঈন চৌধুরী, কর্ণফ‚লী ট্রাভেলস, পিপলএনটেক, নিউ এক্সপ্রেস ফার্মেসি, এটর্নি শেখ সেলিম, সাসকো টুলস এন্ড রেন্টাল, হামজা অটো রিপেয়ারসহ আরও অনেকে।
মিডিয়া পার্টনার হিসেবে থাকছে এনটিভি, এটিএন বাংলা, টাইম টেলিভিশন এবং বাংলা পত্রিকা। এই আয়োজনে শামিল হতে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন কাজী আজম, শাহ নেওয়াজ, মাকসুদুল হক চৌধুরী, এসএম ফেরদৌস এবং রফিকুল মওলা।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।