Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ব্রুকলিনে প্রকাশ্যে এক নারীকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৫, ৮ আগস্ট ২০২১

আপডেট: ০০:০৪, ৯ আগস্ট ২০২১

ব্রুকলিনে প্রকাশ্যে এক নারীকে গুলি করে হত্যা

নিউইয়র্কের ব্রুকলিনের একটি ব্যস্ত রাস্তায় নাটকীয় কায়দায় পেছন থেকে মাথায় গুলি করে জনসমক্ষে এক সন্তানের জননীকে হত্যা করেছে আরেক নারী। গত ৪ আগস্ট ডেলিয়া জনসন নামের ওই মাকে মাথায় গুলি করে আততায়ী। মাথায় ও পায়ে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মারা যান ওই মা।

পুরো হত্যাকাণ্ডটি সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। সেই ফুটেজ পর্যবেক্ষণ করে আততায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফুটেজে দেখা যায়, বেশ কিছু লোকজনের সঙ্গে ডেলিয়া সড়কের পার্শ্ববর্তী একটি দোকানের সামনে দাঁড়িয়ে আছেন। এরপর সন্দেহভাজন এক নারী একটা সাদা গাড়ি থেকে বের হয়ে হেঁটে হেঁটে ডেলিয়ার দিকে যায় এবং বন্দুক বের করে পিছন থেকে তার মাথায় গুলি চালায়।

গুলিবিদ্ধ হয়ে ডেলিয়া মাটিতে লুটিয়ে পড়ে। তারপর বন্দুকধারী ঘুরে দাঁড়ায় এবং একটি সাদা গাড়িতে ওঠে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ওই নারী আততায়ীর বয়স ২০ এর মাঝামাঝি বলে জানিয়েছে পুলিশ।

কাছাকাছি টহলরত পুলিশ কর্মকর্তারা কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং গুলিবিদ্ধ ডেলিয়াকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ডেলিয়ার ভাই ম্যাথিস জনসন বলেন, ঘটনার আগের দিন নিহত ডেলিয়া একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় গিয়েছিলেন। ম্যাথিস জনসনের মতে, হামলাকারী হয়তো তার বোনকে সেই অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে থেকেই অনুসরণ করেছিল।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ