
হিলসাইড ইসলামিক সেন্টারের উদ্যোগে দাওয়াহ সম্পর্কিত একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৭ আগস্ট শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এটি অনুষ্ঠিত হয়। আলোচনার শিরোনাম ছিল- ‘হাউ টু গিভ দাওয়াহ’।
কেন একজন অমুসলিম ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করবেন, কীভাবে মাত্র ১০ মিনিট কথা বলেই একজন অমুসলিমকে ইসলামের পথে আকৃষ্ট করা যায় কিংবা একজন ইর-মুসলিমকে কীভাবে সাহায্য করা যায়- এমন নানা কৌশল নিয়ে আলোচনা হয়েছে সভাটিতে।
এই আয়োজনের সহযোগিতায় ছিল জেএমসি ইয়ুথ, হিলসাইড ইসলামিক সোসাইটি এবং ইসলামিক সেন্টার অব নর্থ আমেরিকা। সভাটিতে বিভিন্ন পর্যায়ের কমিউনিটি লিডারসহ হিলসাইড ইসলামিক সেন্টারের মুসল্লিরা অংশ নিয়েছেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।