
মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা তথা মুনার উদ্যোগে মেন্টাল হেলথ সেমিনারের আয়োজন করা হয়েছে। আগামী ১২ আগস্ট রাত ৯টায় ভার্চুয়ালি শুরু হবে এই সেমিনার। বিষয় নির্ধারণ করা হয়েছে- ‘আপনার স্বাস্থ্য ও মানসিক প্রশান্তি’।
সেমিনারে সম্মানিত অতিথি বক্তা হিসেবে যুক্ত থাকবেন কুইন্স হসপিটাল সেন্টারের সাইকিয়াট্রি বিভাগের অ্যাটেন্ডিং পিজিসিয়ান ডা. জন্নুন চৌধুরী এবং ব্রæকলিন হসপিটাল সেন্টারের ফ্যামিলি মেডিসিন বিভাগের ডা. আতাউল ওসমানি।
মুনার পক্ষ থেকে সেমিনারে অংশ নেওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে। সেমিনারের জুম আইডি- 972 1157 8499 এবং পাসকোড- health
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় channel786news@gmail.com । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।