Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

মজুমদার ফাউন্ডেশনের উদ্যোগে আসাদুজ্জামানকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৮, ৪ আগস্ট ২০২১

আপডেট: ০০:০১, ৫ আগস্ট ২০২১

মজুমদার ফাউন্ডেশনের উদ্যোগে আসাদুজ্জামানকে সংবর্ধনা

নিউইয়র্ক সিটি হাউজিংয়ের অথরিটিতে অ্যাসিসটেন্ট হাউজিং ম্যানেজার হিসেবে পদোন্নতি পেয়েছেন কমিউনিটির পরিচিত মুখ এবং কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ-এর সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান। এ উপলক্ষে মজুমদার ফাউন্ডেশনের উদ্যোগে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

গত ২ আগস্ট তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন মজুমদার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদারসহ বিভিন্ন স্তরের কমিউনিটি লিডাররা। সবাই তাদের বক্তব্যে এমন অর্জনের জন্য মোহাম্মদ আসাদুজ্জামানকে অভিনন্দন জানিয়েছেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে মোহাম্মদ এন মজুমদার বলেন, বিদেশের মাটিতে বাংলাদেশিদের নাম উজ্জ্বল করেছেন মোহাম্মদ আসাদুজ্জামান। এ জন্য তাকে অভিনন্দন জানাই। বাংলাদেশিদের জন্য তিনি অত্যন্ত আন্তরিক ও দরদী। তিনি প্রতিশ্রæতি দিয়েছেন, বাংলাদেশিদের কারও যদি চাকরির প্রয়োজন হয় তাহলে তিনি সেটা দিতে তিনি যথাসাধ্য চেষ্টা করবেন।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ