
মান্না দে’র কালজয়ী সঙ্গীত ‘কফি হাউজ’ গানের সেই কাগজের রিপোর্টার মঈদুল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাংলাদেশ সময় শুক্রবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ফেসবুকে এ তথ্য নিশ্চিত করেছেন ফোবানার হোস্ট কমিটির কনভেনর জেডআই রাসেল। তিনি লিখেছেন, উপমহাদেশের কোটি কোটি মানুষের কাছে পরিচিত এই নামটি। কাগজের রিপোর্টার ‘মঈদুল’। তাকে আর রিপোর্ট করতে হবেনা। আজ সে নিজেই কাগজের শিরোনাম। বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি তাকে। এই গানের মধ্যেই বেঁচে থাকবেন কোটকোটি মানুষের হৃদয়ে।
আমারা সবাই মঈদুল সাহেবের জন্য শোকাহত এবং তার শোক সন্তপ্ত পরিবারের সবার প্রতি সমবেদনা জানাচ্ছি।
১৯৩৬ সালে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগোনায় মঈদুলের জন্ম। সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ার সময় বন্ধুদের সাথে কফি হাউজে আড্ডা দিতেন। ১৯৬৪ সালের সাম্প্রদায়িক দাঙ্গার সময়ে তিনি কলকাতা ছেড়ে ঢাকায় চলে আসেন।তিনি দৈনিক আজাদ, দৈনিক ইত্তেফাক, সংবাদ, বাংলার বানী, ইনকিলাব পত্রিকায় সাংবাদিকতা করেছেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।