বরেণ্য ফটোসাংবাদিক বিনুর মাগফেরাতে দোয়া
প্রখ্যাত ফটো সাংবাদিক লুৎফুর রহমান বিনু’র আত্মার মাগফেরাত কামনায় নিউইয়র্কে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।২৯ জুলাই বৃহস্পতিবার বাদ জোহর দারুল উলুম মসজিদে এর আয়োজন করা হয়।
দোয়া-মোনাজাত পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকারমের সাবেক খতিব ও দারুল উলুম নিউইয়র্ক এর সিনিয়র মোহাদ্দিস আল্লামা রফিকুল ইসলাম। কোরআন খতম হয় দারুল উলুম হিফজ্ মাদধাসায়।
মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন বিসমিল্লাহ্ হালাল পোল্ট্রির সত্বাধিকারী আব্দুস সালাম ভূইয়া, দারুল উলুম এর প্রেসিডেন্ট বরকত উল্লাহ, আইটিভি ইউএসএ’র সিইও ও চ্যানেল ৭৮৬’র কর্ণধার মুহাম্মদ শহীদুল্লাহসহ দারুল উলুমের সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রী বৃন্দ। অপর দিকে দারুল উলুম মহিলা শাখায় মরহুমের একমাত্র কন্যা ও পিএইচডি গবেষক বিদিতা রহমান দোয়ায় অংশ নেন।
উল্লেখ্য, মরহুম লুৎফুর রহমান বিনু বিসমিল্লাহ্ হালাল পোল্ট্রির সত্বাধিকারী আব্দুস সালাম ভূইয়া এর শ্বশুর। পেশাগত জীবনে দৈনিক ইনকিলাব, আইটিভি ইউএসএসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন লুৎফুর রহমান বিনু।