
ফোবানা ম্যাগাজিনে বিজ্ঞাপন আহ্বান
৩৫-তম ফোবানা ম্যাগাজিনে বিজ্ঞাপন আহ্বান করা হয়েছে। এতে ক্ল্যাসিফাইড ফুল পেজের জন্য ৯০০ ডলার নির্ধারণ করা হয়েছে। হাফ পেজে ৫০০ এবং কোয়ার্টার পেজের জন্য ৩০০ ডলার ধরা হয়েছে।
ফোবানা জানিয়েছে, পূর্ণাঙ্গ বিজ্ঞাপনের ডিজিটাল কপি পাঠাতে হবে ইমেইলে। তা হলো[email protected] অথবা http://fobana2021dc.com/magazineadsform/ পেমেন্ট ভিজিট https://www.paypal.com/paypal.me/fobana2021। এছাড়া, যোগাযোগের নম্বর ২০২-৫৭৭-১৪০০।
আগামী ২৬ থেকে ২৮ নভেশ্বর অনুষ্ঠিত হবে ৩৫ তম ফোবানার আয়োজন। এরইমধ্যে, ফোবানা ম্যাগাজিনে লেখাও আহ্বান করা হয়েছে। শুরু হয়েছে অতিথিদের আমন্ত্রণ পত্র পাঠানোর কার্যক্রম।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।