দারুল উলুম নিউইয়র্কের আমন্ত্রণ পত্র
দারুল উলুম নিউইয়র্কের বার্ষিক হিফজ ও আলিম গ্রাজুয়েশন আগামী ১৪ আগস্ট অনুষ্ঠিত হবে। সকাল ১১ টায় শুরু হবে জলশার মধ্য দিয়ে শুরু হবে আনুষ্ঠানিকতা। বুখারি খতম হবে বাদ জোহর।
আয়োজকরা জানিয়েছেন, এটি মূলত ছেলে ও মেয়েদের আলিম ও হিফজ কোর্সের গ্রাজুয়েশন অনুষ্ঠান। এতে আমন্ত্রিত অতিথিদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। থাকবে দুপুরের খাবারের আয়োজন। নারীদের জন্য আছে আলাদা ব্যবস্থা।
দারুল উলুমের ১৫০-১৫ হিলসাইড এভিনিউ জ্যামাইকাতে হবে অনুষ্ঠান। বিস্তারিত জানতে যোগাযোগের নম্বর ৭১৮-৫২৩-৯১৯৫। ওয়েবসাইটেও মিলবে যাবতীয় তথ্য।
.. চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।