Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

প্রতিষ্ঠাবার্ষিকী-জয়ের জন্মদিন উদযাপন স্বেচ্ছাসেবক লীগের

‘আইটি খাতে অভূতপূর্ব উন্নতির কৃতিত্ব প্রধানমন্ত্রী পুত্রের’

অভিক আহসান

প্রকাশিত: ০৬:৫১, ২৯ জুলাই ২০২১

আপডেট: ০৬:৫২, ২৯ জুলাই ২০২১

‘আইটি খাতে অভূতপূর্ব উন্নতির কৃতিত্ব প্রধানমন্ত্রী পুত্রের’

সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উদযাপন

বাংলাদেশে আইটি খাতে অভূতপূর্ব উন্নতির সব কৃতিত্ব প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়ের। সেইসাথে ডিজিটাল করার ক্ষেত্রে তার কর্ম পরিকল্পনা দেশকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে।  এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মবার্ষিকী উদযাপন করে যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগ। সেইসাথে সংগঠনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সংগঠনটি। জ্যাকসন হাইটসের পালকি সেন্টারে কেক কেটে এর উদ্বোধন করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান। অংশ নেন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

এতে প্রধান অতিথির বক্তৃতায় ড. সিদ্দিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ছেলেকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলেছেন। তাঁর ভাল কাজের সুফল ভোগ করছে আজ গোটা দেশ । বাংলাদেশকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জন্য শুভ কামনা জানান ড. সিদ্দিকুর রহমান। সজীব ওয়াজেদ জয়ই আমাদের আগামীর নেতা বলে এসময় মন্তব্য করেন অন্য নেতারা।

অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন অনুষ্ঠানের প্রধান বক্তা যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, যুগ্ম- সাধারণ সম্পাদক আইরিন পারভীন,সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন, প্রবাসী কল্যাণ সম্পাদক মো: সোলায়মান আলী, সদস্য শাহানা রহমান, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক নূরুল আমিন বাবু, স্টেট আওয়ামীলীগের সহ সভাপতি এ কে এম আলমগীর, স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় উপ আন্তর্জাতিক সম্পাদক মো: ওয়াহিদুজ্জামান, কেন্দ্রীয় সদস্য রাকিব, সাবেক কেন্দ্রীয়  সদস্য সাখাওয়াত বিশ্বাস, সাবেক কেন্দ্রীয় সদস্য আব্দুল ওয়াহাব জোয়ার্দার, যুক্তরাষ্ট্র স্বেচ্থাসেবকলীগের যুগ্ম-সম্পাদক সৈয়দ কিবরিয়া জামান ও অন্যরা। 

সবশেষে ছিল নৈশভোজ। যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ সভাপতি মো: আশরাফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক সুবল দেবনাথ।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ