ঢাবি গ্রাজুয়েট ক্লাব গঠনে সভা ৩০ জুলাই
মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটদের নিয়ে একটি ক্লাব গঠন হতে যাচ্ছে। নাম দেয়া হয়েছে ঢাকা ইউনিভার্সিটি গ্রাজুয়েট ক্লাব ইউএসএ। এ উপলক্ষ্যে আগামী ৩০ জুলাই সন্ধ্যা ৭ টায় জ্যাকসন হাইটসের খাবার বাড়ি পালকিতে সভা ডাকা হয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, উচ্চ শিক্ষাসহ নানা কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু গ্রাজুয়েট এখন মার্কিন যুক্তরাষ্ট্রে থাকছেন। তারা অনেক সংগঠনে সম্পৃক্ত থাকলেও এবার একটি ক্লাবের পরিকল্পনা করা হয়েছে। এর মাধ্যমে সবাইকে এক প্ল্যাটফর্মে আনা যাবে। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষ পূর্তি নিয়েও আলোচনা হবে।
আগ্রহী সবাইকে যথাসময়ে সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে। যে কোন তথ্য পেতে মহুয়া মৌরি ৩৪৭-২৮২-৮৪৬১ এবং মামুন রশিদ ২০২৩৯৪৫৪৮২ –এর সাথে যোগাযোগের আহ্বান করা হয়েছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।