
ডুয়াটের সদস্যরা
বর্ণাঢ্য আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযান করলো ডুয়াট। গ্রেপভিন লেকপার্কে দিনভর চললো মহামিলন-আনন্দভোজ।
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন টেক্সাস বা ডুয়াট। মঙ্গলবারের এই আয়োজনে অংশ নেন সংগঠনের বিপুল সংখ্যক সদস্য। ছিলেন পরিবারের সদস্যরা। এতে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। দিনভর চলে দেশিয় ঐতিহ্যবাহী সব খাবার পরিবেশন। ছিল সাংস্কৃতিক নানা আয়োজন-ক্রীড়া প্রতিযোগিতা।
আড্ডাতে মেতে ওঠেন ডুয়াটের সদস্যরা্। যে প্রতিষ্ঠানে লেখাপড়া করেছেন তার শতবর্ষে পদার্পন ঘিরে সবার মাঝে ছিলো উচ্ছ্বাস। চলে ক্যাম্পাস জীবনের স্মৃতিচারণ।