এম বশিরের মৃত্যুতে ফোবানা-এবিএফএস’র শোক
ফোবানার সদস্য সংগঠন বাংলাদেশ ইয়্যুথ অ্যাসোসিয়েশন অব টেক্সাস এর সভাপতি ও ৩৫-তম ফোবানা সম্মেলন স্বাগতিক কমিটির যুগ্ম সম্পাদক এস এম লতিফুর রেজা তুষারের বাবা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাংলাদেশ সময় রোববার রাত সাড়ে আটটায় বরিশালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএম কলেজের রসায়ন বিভাগের প্রাক্তণ প্রধান বসির আহমদ।
তার এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ফোবানা ও এবিএফএস পরিবার। শোক জানিয়েছেন ৩৫-তম ফোবানা সম্মেলনের আহ্বায়ক জিআই রাসেল, এবিএফএস’র সভাপতি ইনারা ইসলাম, মেম্বার সেক্রেটারি সিব্বির আহম্মেদ, প্রধান সমন্বয়কারী কবির পাটয়ারী। এক শোর্ক বার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন তারা।