
ঢাবি অ্যালামনাইয়ের বনভোজন ৮ আগস্ট
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইউএসএ ইনকের বনভোজন ও মিলনমেলা আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হবে। ম্যাপেল প্যাভিলিউয়নের বেলমন্ট লেক স্টেট পার্কে চলবে আয়োজনটি।
এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীসহ সকল প্রবাসী সুধিজনকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। আমন্ত্রণ জানিয়েছেন এম এস আলম, ইউসুফ আলী, লিয়াকত আলী, গোলাম মোস্তফা এবং মোহাম্মদ হোসেন খান। চাঁদার হার একক ৪০ ডলার, স্বামী-স্ত্রী ৭০ ডলার, অনূর্ধ্ব ১২ ফ্রি এবং ১৩ থেকে ২০ বছর ২০ ডলার নির্ধারণ করা হয়েছে। থাকছে বিশেষ আকর্ষণ র্যািফেল ড্র।
বনভোজন সংক্রান্ত তথ্য পেতে যোগাযোগ: স্বপন বড়ুয়া, মোল্লা মুনিরুজ্জামান, তাজুল ইসলাম, আবুল কালাম আজাদ, সাঈদা আক্তার লিলি, গাজী সামসউদ্দিন, সাইফুল ইসলাম, মো. সালাম, হানিফ মজুমদার, রওশন আরা কাজল, আজহার আলী খান ও মহিউদ্দিন দেওয়ান।