মাওলানা মোহাম্মদ আবু জাফর বেগ
কমিউনিটির সর্বজন শ্রদ্ধেয় জ্যামাইকা মুসলিম সেন্টার-জেএমসি’র খতিব মাওলানা মোহাম্মদ আবু জাফর বেগ এবার হ্যাকিংয়ের শিকার হলেন। তার অ্যাকাউন্ট থেকে ৭ হাজার ডলার তুলে নিয়েছে প্রতারক চক্রটি।
মাওলানা মোহাম্মদ আবু জাফর বেগ জানান, গত ৪ জুলাই টি ডি ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাকিং করা হয়। ৭ হাজার ডলার লুটের বিষয়টি পরদিন জানার সাথে সাথে এনওয়াইপিডিকে অবহিত করেছেন বলে জানান কমিউনিটির সর্বজন শ্রদ্ধেয় এই ইমাম।
কে বা কারা টাকা তুলে নিয়েছে তা জানা যায়নি। পুলিশ এরইমধ্যে এ ব্যাপারে তদন্ত শুরু করেছে। ব্যাংক থেকেও তাকে সহায়তার আশ্বাস দিয়েছে বলে জানান জেএমসি খতিব।
উল্লেখ্য, গেল কয়েক মাস ধরেই বাংলাদেশ কমিউনিটির মানুষ মোবাইল হ্যাকিংয়ের শিকার হচ্ছেন। এরইমধ্যে হ্যাকিংয়ের শিকার হয়ে জ্যামাইকার দুলাল হোসেন খুইয়েছেন ৩৯ হাজার ডলার, রফিক আল রাজি ১১ হাজার ডলার, জসিম উদ্দিন ২৯ হাজার, আমিনুল ইসলাম ২২ হাজার। পরে হারানো ডলার ব্যাংকের মাধ্যেমে ফেরত পেয়েছেন তারা। একের পর এক হ্যাকিংয়ের ঘটনায় কমিউনিটিতে বাড়ছে উদ্বেগ।