শো টাইমসের বর্ণাঢ্য ‘ঈদ উৎসব’
করোনাকালে বাঙালি কমিউনিটির ঈদ রাঙাতে উদ্যোগ নিয়েছে শো টাইমস মিউজিক। আয়োজন করা হয়েছে ৩ দিনব্যাপি বর্ণাঢ্য ‘ঈদ উৎসব’।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৪ জুলাই শনিবার শুরু হবে আনুষ্ঠানিকতা। প্রথমদিনেই থাকছে ‘ঈদ আনন্দ ভ্রমণ’ রিভার ক্রজ। বেলা ১২ টার দিকে ওয়ার্ল্ড ফেয়ার ম্যারিনা ফ্লুসিং ঘাট থেকে ছেড়ে যাবে ক্রুজ। বিকেল ৫ টা পর্যন্ত চলবে ঘোরাঘুরি। সাথে থাকবে গানের আয়োজন। অতিথিদের মাতাবেন মমো, রোকসানা ও শেফালি সারগাম।
দ্বিতীয়দিন ২৫ জুলাই রবিবার উডসাইডের কুইন্স প্যালেসে অনুষ্ঠিত হবে ‘ঈদ আনন্দ সন্ধ্যা’। এতে থাকবে রকমারী পিঠার স্টল, শাড়ী-জুয়েলারী স্টল ও ফ্যাশন শো। থাকবে আকর্ষনীয় র্যাফেল ড্র। সবশেষ দিন অর্থাৎ ২৬ জুলাই সোমবার জনপ্রিয় সঙ্গীতশিল্পী বেবী নাজনীনের সম্মানে আয়োজন করা হয়েছে বিশেষ ‘বারবিকিউ পার্টি’। কুইন্সের ইটজি থাই-তে আয়োজিত এই অনুষ্ঠানে শুধুমাত্র আমন্ত্রণ জানানো অতিথিরা উপস্থিত থাকতে পারেন।
আয়োজন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে যোগাযোগের নম্বর ৬৪৬-৫৪৬-৬০৩৮।