Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

দারুস সালাম মসজিদে ঈদের চারটি জামাত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৩, ২১ জুলাই ২০২১

আপডেট: ১৮:৪৪, ২১ জুলাই ২০২১

দারুস সালাম মসজিদে ঈদের চারটি জামাত অনুষ্ঠিত

করোনা সংক্রমণ কমে যাওয়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সাথে পবিত্র ঈদুল আজহা পালিত হয়েছে নিউইয়র্কে। কমিউনিটির মুসলমানদের প্রাণবন্ত উপস্থিতি ছিল বিভিন্ন জামাতে। কোনো কোনো মসজিদের উদ্যোগে একাধিক জামাত অনুষ্ঠিত হয়েছে। তেমনই একটি জ্যামাইকার দারুস সালাম মসজিদ। সেখানে ঈদুল আজহার ৪টি জামাত অনুষ্ঠিত হয়েছে।

১ম জামাতে ইমামতি করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ আব্দুল মুকিত। ২য় জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা আল আমীন আরাফাত। ৩য় জামাতে মাওলানা মোহাম্মদ শাকের। ৪র্থ জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা সাহাব উদ্দীন।

ঈদের জামাতে অংশ নেওয়া মুসল্লিদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন দারুস সালাম মসজিদের প্রেসিডন্ট হাফেজ মুসতাক চৌধুরী এবং সেক্রেটারি জনাব লন আহমেদ।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ