
ঈদের দিনও খোলা খলিল বিরিয়ানি
ঈদের দিনও নিউইয়র্কের ঐতিহ্যবাহী খলিল বিরিয়ানি খেয়ে তৃপ্তির ঢেকুর তুলতে পারবেন ক্রেতারা। খোলা রাখা হয়েছে খলিল বিরিয়ানি।
প্রতিষ্ঠানটির স্বত্তাধিকার খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ক্রেতাদের সেবায় ঈদের দিনও খোলা আছে বিরিয়ানী হাউজ। তবে বন্ধ আছে খলিল চাইনিজ ও খলিল পিজা ও গ্রিল।
সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খলিলুর রহমান। তিনি বলেন, ঈদে অনেকেই বিরিয়ানি খেতে পছন্দ করেন। সেই বিষয়টি মাথায় রেখে এবার প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন। বিরিয়ানি খেতে স্বপরিবারে তার প্রতিষ্ঠানে আসার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।