বনভোজনে অতিথিরা
মিলনমেলায় পরিণত হলো মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির বার্ষিক বনভোজন। আনন্দমুখর পরিবেশে দিন কাটালো কমিউনিটির বিপুল সংখ্যক সদস্য। ছিলো ঐতিহ্যবাহী বাঙালি খাবার, সাংস্কৃতিক নানা আয়োজন আর ক্রীড়া প্রতিযোগিতা। গত ১১ জুলাই প্রবাসের অন্যতম সামাজিক-আঞ্চলিক এই সংগঠনের বনভোজন অনুষ্ঠিত হয় এস্টোরিয়ার রেইনী পার্কে। সংগঠনের সভাপতি তজমুল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জাবেদ উদ্দিনের পরিচালনায় বেলুন উড়িয়ে বনভোজনের উদ্বোধন ঘোষণা করেন কংগ্রেসওমেন ক্যারলাইন মেলনি। অতিথি হিসেবে অংশ নেন নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলীম্যান জহরান মাদামী, ডেমোক্র্যাট প্রাইমারীতে কুইন্স কাউন্টি’র বিজয়ী জজ অ্যাটর্নী সোমা সাইদ, কুইন্স বরোর প্রেসিডেন্ট পদপ্রার্থী এলিজাবেথ ক্রাউলী, নিউইয়র্ক সিটি কাউন্সিল ডিস্ট্রিক-২৬ থেকে প্রাইমারীতে বিজয়ী জুলী ওউন, কুইন্স ডিষ্ট্রিক্ট এটর্নী অফিসের প্রতিনিধি জ্যাকুলিন রোজাডো এবং কুইন্স টুগেদার সিইও জনাথান ফার্গাস।
ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল, সাবেক এমপি সাপ্তাহিক ঠিকানার চেয়ারম্যান এম এম শাহীন, সাবেক উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন চৌধুরী রানা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ বসারত আলী, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সংগঠনিক সম্পাদক আবদুল হাসিব মামুন, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা কাজী কয়েস, নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শাহীন আজমল, বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি যুক্তরাষ্ট্রের আহ্বায়ক জিল্লুর রহমান জিল্লু, জাতিসংঘ শান্তিরক্ষি বাহিনীর চীফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল (অব:) কাওসার রশীদ চৌধুরী, মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাবেক সভাপতি বদরুল হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক আহমেদ জিল্লু, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র’র কমান্ডার মুক্তিযোদ্ধা আবদুল মুকিত চৌধুরী, বাংলাদেশ সোসাইটির কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা এমাদ চৌধুরী, যুক্তরাষ্ট্র জাসদ-এর সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক নূরে আলম জিকু, যুক্তরাষ্ট্র জাসাস-এর সভাপতি আলহাজ আবু তাহের, মৌলভীবাজার জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমেদ, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সোহেল আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে সকালের নাশতা পরিবেশনের পর শুরু হয় ক্রীড়া প্রতিযোগিতা। উদ্বোধন করেন সাবেক জাতীয় ক্রীড়াবীদ দেওয়ান মোস্তাক রাজা। খেলাধুলা পরিচালনা করেন লায়েকুল হাসান তরফদার, শাহীন হাসনাত, শাহীন আহমেদ ও আহমেদ কাওসার, সিলেট ওসমানী বিমানবন্দরের এয়ারপোর্ট ম্যানেজার হাফিজ আহমেদ, কুলাউড়া অ্যাসোসিয়েশন ইউএসএ’র সভাপতি আশরাফ আহমেদ ইকবাল ও সাধারণ সম্পাদক এনায়েত হোসেন জালাল। ভলিবল খেলা পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়ার সৈয়দ মোস্তাক আলী ও মৌলবীবাজার জেলা ক্রীড়া সংস্থার সভাপতি লায়েকুল হাসান তরফদার। ভলিবল টুর্নামেন্টটি মৌলভীবাজার জেলা ফুটবল ও ভলিবল দলের সাবেক খেলোয়ার মরহুম গিয়াস উদ্দিনের নামে উৎসর্গ করা হয়।
ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশ নেয় নানা বয়সী ছেলে-মেয়েসহ নারীরাও। এরপর পরিবেশন করা হয় দুপুরের খাবার।
অনুষ্ঠানে নিউইয়র্ক সিটির ডেমোক্র্যাটিক প্রাইমারী নিবার্চনে কুইন্স সিভিল কোর্ট জজ বিজয়ী অ্যাটর্নী সোমা সাঈদকে ফুলেল শুভেচ্ছা জানান হয়। এছাড়া, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ ইনক, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি এবং মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে কংগ্রেসওমেন কেরলাইন মেলেনির পক্ষ থেকে সাইটেশন প্রদান করা হয়।
বনভোজনে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি সোহান আহমেদ টুটুল ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মামুন, মিনহাজ আহম্মেদ সাম্মু, ফটিক আহমেদ, মজিবুর রহমান, দুলাল তরফদার, নজরুল ইসলাম, আনোয়ার আক্তার চৌধুরী শিউলী, সৈয়দ মইনুদ্দীন জুয়েল, এডভোকেট সৈয়দ জুনেদ, মহিদুল ইসলাম, আনকার আহমেদ, তারেক হোসেন, জালাল চৌধুরী, হেলাল খান, আজমল খান, জালাল আহমেদ চৌধুরী, তোফায়েল আহমেদ চৌধুরী, আবদুল গফুর, সোহেল আহমেদ, চৌধুরী মুবিন, সৈয়দ আতাউর রহমান, লুৎফুর রহমান, মনজুর চৌধুরী জগলু, এজাজ উদ্দিন আহমেদ, মুহাম্মদ এ করিম খসরু, মোঃ নরুল ইসলাম, আব্দুল ওয়াহিদ, জমির উদ্দিন, খলিলুর রহমান জাহাঙ্গীর, মোফাছির জামান, শফিকুর রহমান, লুৎফুর রহমান চৌধুরী হেলাল, মোহাম্মদ ফজলুল মিয়া, হেলাল খান, মোঃ হোসাইন, হুমায়ুন, আবদুর রকিব, আশিক, জোসেব আহমেদ, মিসবাহ, ইচফা, রিপসা, টিটু, আবদুল জলিল, সৈয়দ মোঃ সাইফুল ইসলাম, সৈয়দ বদরুল জামান, মোহন ইসলাম, সৈয়দ লাভলু, এম এম আশরাফ, শামীম চৌধুরী, পারভেজ আহমেদ, জাহাঙ্গীর আলম, শেখ মহরম উল্লুা, সাহাব উদ্দিন চৌধুরী শিহাব, মিলন বাসর, মিনাজ আহমেদ, আবু হামিদ, গুলশানারা আক্তার, কমিউনিটি এক্টিভিষ্ট সোলতানা খানম, ওবায়দুল হক শিবলু, মখন মিয়া, সীতেশ ধর, জাকির চৌধুরী (সিপিএ), বাতেন আহমেদ।
উপস্থিত ছিলেন শেখ আতিকুল ইসলাম, মোহাম্মদ হাফিজ আহমেদ, জুনেল আহমেদ, জামাল উদ্দিন আহমেদ লিটন, রাশেদুল মান্নান চৌধুরী হেশাম, আমিনুল হক, সৈয়দ নুমান, শাফায়েদ আহমেদ শফি, জামান আহমেদ, জোসেফ চৌধুরী, নাহিদ আহমেদ, আনছার চৌধুরী, শাহীন আহমেদ, আজমল খান, এন মজুমদার, জুনেল আহমেদ, চমন এলাহি, মামুনুর রশিদ শিপু, হাজী আব্দুর রহমান, মজনুর চৌধুরী জগলু, কয়েস আহমেদ, জুয়েল খান, শাহ জাবের আহমেদ, মশাইদ জে রাশেদ, কয়েস আহমেদ, মোহাম্মদ কেলন মিয়া, জুয়েল আহমেদ, শাহেদ দেলোয়ার চৌধুরী, আবুল কালাম, হোসেন আহমেদ, শাহ জাবেদ, মীর জাকির, শামীম কুররী, সৈয়দ জুয়েল আহমেদ, আনকার আহামেদ, তপোধীর রায় বুরন, জমশেদ আহমেদ, আজহারুল ইসহাক খোকা, খলিলুররহমান, সোহেল আহমেদ (বনফুল), এনামুল হক জামশেদ, বশির খানঁ, কামাল উদ্দিন, আব্দুল রকিব, সুমন সাইদ, আব্দুর রহিম বাদশা, এবাদ চৌধুরী, মিজানুর রহমান মিজান, মবু খান, ফজল আলী চৌধুরী, ইমরান হোসেন, আব্দুল হাসিব মামুন, হুমায়ুুন চৌধুরী, আশরাফ আহমেদ ইকবাল, নজরুল হক, জাবেদ আহমেদ, সৈয়দ বেলাল, হেলাল তরফদার, শাহ আলম, ফজল খান, রুকন আহমেদ, সৈয়দ বিল্লুাল হোসেন, সোহেল আহমেদ, ফেরদৌস আলম ভুইয়া, ওয়ারিস আলী, আল আমিন, র্মিজা আহমেদ প্রমুখ। মিডিয়া ব্যক্তিত্বের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, এটিএন বাংলার আবদুল কাদের সহ মূলধারার মিডিয়া কর্মীবৃন্দ প্রমুখ।
বনভোজন স্থলে হেলথ কেয়ারসহ বিভিন্ন কোম্পানীর বেশ ক’টি স্টল থেকে স্বাস্থসেবা সম্পর্কিত তথ্য সহ প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়। ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠানমালাও। মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শরীফ। নৃত্য পরিবেশন করেন নৃত্য শিল্পী জিনাতুন নাহার হেরা। সব শেষে র্যাফেল ড্র ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের ট্রাস্টিবোর্ড সদস্য সৈয়দ সিদ্দিকুল হাসান, চৌধুরী সালেহ, সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, দারাদ আহমেদ, আনছার হোসেন চৌধুরী, ইমরান হোসাইন ও মোসব্বির হোসেন, সহ-সভাপতি (১ম) সৈয়দ রুহুল আলী, সহ-সভাপতি (২য়) সৈয়দ আবুল কাশেম, সহ সাধারণ সম্পাদক নিখিল দেবনাথ, কোষাধ্যক্ষ এমদাদ রহমান তরফদার, সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ, প্রচার সম্পাদক সৈয়দ ফাহমি, সমাজ কল্যাণ সম্পাদক হেলাল আহমদ, শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নিজাম উদ্দিন পাবেল, ক্রীড়া সম্পাদক জাবেদ আহমদ, মহিলা বিষয়ক সম্পাদিকা হাদিসা বেগম, জেলা প্রতিনিধি আমিনুর রহমান, আহমেদ কাউছার, সুরঞ্জিত পাল, মোঃ রিপন মিয়া, মোমিত চৌধুরী তানিম, এমডি শামীম আহমদ, জাহাঙ্গীর আলম, কার্যনির্বাহী সদস্য জাকারিয়া পারভেজ আহমদ (লিটন), শাহীন হাসনাত, জিল্লুর রহমান খান, মোঃ হুমায়ুন কবীর, শাহীন আহমদ ও শাহীন মিয়া।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।