
একদিকে প্রাণঘাতী করোনার বাড়বাড়ন্ত অবস্থা অন্যদিকে আসন্ন কোরবানির ঈদ। সঙ্গত কারণেই বর্জ্য ব্যবস্থাপনা সামনে এসেছে আরও বড় ইস্যু হয়ে। বিষয়টি বিবেচনায় নিয়ে ‘করোনা মহামারিতে কোরবানি ও বর্জ্য ব্যবস্থাপনা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এবং সাদাকাহ ফাউন্ডেশন অব ইউএসএ।
ভার্চুয়াল এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার (১৭ জুলাই) সকাল ১০টায়। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাসের খান, পবার সাধারণ সম্পাদক ও পরিবেশ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ আবদুস সোবহান এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরীসহ অন্যান্যরা।