Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

আসসাফায় ঈদের দুই জামাত, নারীদের জন্য আলাদা ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৯, ১৫ জুলাই ২০২১

আপডেট: ০০:২০, ১৫ জুলাই ২০২১

আসসাফায় ঈদের দুই জামাত, নারীদের জন্য আলাদা ব্যবস্থা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদের দুটি জামাতের আয়োজন করেছে আসসাফা ইসলামিক সেন্টার। জামাতগুলো অনুষ্ঠিত হবে নিউইয়র্কের ১৭২ এলড্রিজ স্ট্রিটে। প্রথম জামাত সকাল ৭টা ৩০ মিনিট এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা ৩০ মিনিটে।

জামাতে অংশ নিতে করোনা সংক্রান্ত কোনো বিধিনিষেধ মানতে হবে কিনা, এমন প্রশ্নের জবাবে আসসাফা ইসলামিক সেন্টারের ইমাম ও খতিব রফিক আহমেদ বলেন- না, তেমন কোনো নির্দেশনা নেই। গত রমজানের পর থেকেই বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। একদিকে করোনার প্রকোপ কম অন্যদিকে অধিকাংশ মুসল্লিই ভ্যাকসিন নিয়েছেন। তাই স্বাভাবিকভাবেই সবাই জামাতে অংশ নিতে পারছে।

জামাতে নারীদের অংশগ্রহণের ব্যবস্থা আছে কিনা, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন- হ্যাঁ, আলাদা ব্যবস্থা আছে। ৩ নম্বর ফ্লোরটি নারীদের জন্যই বরাদ্দ।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ