Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

প্রয়াতদের স্মরণে কাঁদলেন বিএনপি নেতারা

অভিক আহসান

প্রকাশিত: ০৭:২৩, ১৪ জুলাই ২০২১

আপডেট: ০৭:২৫, ১৪ জুলাই ২০২১

প্রয়াতদের স্মরণে কাঁদলেন বিএনপি নেতারা

যুক্তরাষ্ট্র বিএনপি নেতারা

চোখের জলে স্মরণ করা হলো যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাকির আজাদসহ ১৪ নেতাকে। সেইসাথে তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করলেন নেতাকর্মীরা। ১২ জুলাই সোমবার সন্ধ্যায় নিউইয়র্কে বিশেষ এই দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। এতে গত এক বছরে করোনাসহ নানা রোগে প্রয়াত নেতাদের স্মরণ করা হয়। 

যুক্তরাষ্ট্র বিএনপির ব্যানারে জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে চলে আয়োজনটি। পরিচালনা করেন যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদি ফোরামের আনোয়ারুল ইসলাম, নিয়াজ আহমেদ জুয়েল এবং শামসুল ইসলাম মজনু। মিলাদ মাহফিল পরিচালনা করেন সানিসাইড মসজিদের ইমাম মাওলানা জুবায়ের আল রশীদ। অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট, বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি গিয়াস আহমেদ, কামাল সাইদ মোহন, মোহাম্মদ নওশেদ হোসেন সহ অন্যান্যরা। এসময় উপস্থিত অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন। 

উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক সম্পাদক সঙ্গীত শিল্পী বেবী নাজনীন, যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট, সাবেক সিনিয়র সহ-সভাপতি গিয়াস আহমেদ, বিএনপির সিনিয়র নেতা কামাল সাইদ মোহন, সাবেক সহ-সভাপতি আলহাজ্ব সোলেমান ভূঁইয়া, মঞ্জুর আহমেদ চৌধুরী, এডভোকেট জামাল আহমেদ জনি, আনোয়ার হোসেন, নিয়াজ আহমেদ জুয়েল, এমদাদুল হক কামাল, মুক্তিযুদ্ধা বাবর উদ্দিন, আবুল কাশেম, সাবেক সহ-সভাপতি সামসুল ইসলাম মজনু, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজম, সৈয়দুল হক, ফিরোজ আহমেদ, ভিপি জহিরুল ইসলাম মোল্লা, সাবেক যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন, বিএনপি নেতা ফারুক হোসেন, মহিলা সম্পাদিকা সৈয়দা মাহামুদা শিরীন, নিউইয়র্ক ষ্টেট বিএনপির সভাপতি মাওলানা উলিউল্লাহ মো. আতিকুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, দেওয়ান কাউসার, মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ্ব বাবর উদ্দিন, সাধারণ সম্পাদক সুরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান।

আরও উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় নেতা আব্দুল বাতিন, মাহাফুজুল মাওলা নান্নু, বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক মইনুল উদ্দিন মাহাবুব, মো. নওশাদ হোসেন, খলকুর রহমান, কোকো পরিষদের সভাপতি শাহাদাত হোসেন রাজু, ব্রুকলিন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সোরয়ারদী, গোলাম মোহাম্মদ, জাকির হাওলাদার, পারভেজ সাজ্জাদ, জাতীয়তাবাদী ফোরামের কেন্দ্রীয় নেতা নেতা আমিনুল ইসলাম চৌধুরী, সিরাজুল ইসলাম খান, ডা. জাহিদ দেওয়ান, মোঃ খলকুর রহমান, এম এ বাসিত রহমান, বদরুল হক আজাদ, তারেক মুক্তি পরিষদের সভাপতি পারভেজ সাজ্জাদ, ইউসুফ আলী, রাফায়েল তালুকদার, রফিক উদ্দিন, রফিকুল ইসলাম ডালিম, সোহরাব হোসেন,মাইনুল হাসান মুহিত, নাজমুল হাসান বাবু, ইঞ্জিনিয়ার মাইনুদ্দিন, মোঃ জামাল হক, লং আইল্যান্ড বিএনপির সভাপতি মিয়া আলম পাখী, সাধারণ সম্পাদক সৈয়দ মুরাদুল হাসান রিয়াজ, রিয়াজ মাহমুদ, আবুল কাশেম, ফারুক হোসেন মজুমদার, এমদাদুল হক কামাল, গোলাম মাহমুদ, বদরুল হক আজাদ, শামীম আহমেদ, সোহরাব হোসেন, আনোয়ার হোসেন, সোয়েব আহমেদ, মোহাম্মদ মুহিদ, সিদ্দিক হোসেন রুবেল প্রমুখ। পরে তবারুক বিতরণ করা হয়। 

উল্লেখ্য, গত এক বছরে করোনাসহ নানা রোগে মারা গেছেন- যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক খায়ের, আনোয়ারুল ইসলাম বাচ্চু এবং কবি শরাফত সিদ্দিকী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ বাকির, সাব্বির আহমেদ এবং গিয়াস মজুমদার, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী শাহ আলম ভূইয়া, সদস্য সর্দার মোশারফ হোসেন, যুক্তরাষ্ট্র বিএনপির সদস্য ও যুক্তরাষ্ট্র জাসাসের সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, যুক্তরাষ্ট্র যুবদলের যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক দফতর সম্পাদক তানভির হাসান প্রিন্স,  জিয়া পরিষদের সাবেক সভাপতি হাজি আমিরুল হক, মহিলা দলের নেত্রী রাশেদা ইসলাম মুন এবং ব্রুকলীন বিএনপির সহ-সভাপতি আবুল হাসেম ভাইয়া।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ