
বাংলাদেশের ঢাকার মতলব উত্তরের ,বাগান বাড়ী ইউনিয়নের ,ইছাখালি জমদ্দার বাড়ী নিবাসী, মিরপুরের বিশিস্ট ব্যবসায়ী জনাব আলমগীর হোসেন জমদ্দার (কানু), তার বড় ছেলে ও তার জামাতা কামরুল হাসান তানিমের সহধর্মীনি সোমাইয়া খান স্বর্না, তাদের একমাত্র কন্যা সন্তান ফাতেমা গত ৪ জুলাই ২০২১ ম্যারিল্যান্ড থেকে সাউথ ক্যারলিনা যাবার সময় মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। দুর্ঘটনায় সোমাইয়া খান স্বর্না মৃত্যু বরন করেন, “ইন্না লিল্ল্যাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন”। মরহুমার বাবা মিরপুরের বিশিস্ট ব্যাবসায়ি জনাব সেলিম খান । সকলের নিকট মরহুমার পরিবারের সকলের জন্য দোয়া কামনা করা হয়েছে। মরহুমাকে যেন আল্লাহ বেহেস্ত বাসি করেন। আরো দোয়া প্রার্থনা করা হয়েছে ওনার রেখে যাওয়া একমাত্র কন্যা সন্তান মোছাম্মৎ ফাতেমাকে যেন আল্লাহ সুস্থতা দান করেন। বুধবার বাদ জোহর দুপুর ১টায় মহুমার জানাজার হয়েছে জামাইকার মুসলিম সেন্টারে। জানাজা শেষে মরহুমাকে রাতের ফ্লাইটে দেশের উদ্দেশে পাঠানো হয়েছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।"