
শাপলা ওয়েলফেয়ারের আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা
শাপলা ওয়েলফেয়ার নিউইয়র্ক অ্যাসোসিয়েট ইনকের আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ জুন অনুষ্ঠিত প্রতিযোগিতার উদ্বোধন করেন কুইন্স কাউন্টি ডেমোক্র্যাটিক ডিস্ট্রিক্ট লিডার অ্যাট এটর্নি মঈন চৌধুরী। যৌথভাবে এটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন উজ্জ্বল এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নুরুল করিম।
মোহাম্মদ নরুল হাসানের সভাপতিত্বে সন্ধ্যা ৬ টায় শুরু হয় প্রতিযোগিতা। চলে মাঝরাত পর্যন্ত। এতে ক্যারামের একক খেলায় রুহুল আমিন প্রথম এবং শাহাদাত হোসেন দ্বিতীয় স্থান লাভ করেন। আর ক্যারামের দ্বৈত প্রতিযোগিতায় তমাল হোসেন ও রুহুল আমিন প্রথম হন। দ্বিতীয় হন একে কামাল আহমেদ এবং রফিকুল ইসলাম তালুকদার।
দাবাতে প্রথম স্থান লাভ করেন সুলতান আহমেদ, দ্বিতীয় হন ফরিদুল আলম। এছাড়া কল ব্রিজে তাসে রুহুল আমিন ও শাহাদাত হোসেন প্রথম হন। দ্বিতীয় স্থান লাভ করেন ফরিদুল আলম ও জিল্লুর রহমান। স্পিড স্ট্রাম খেলায় রুহুল আমিন প্রথম এবং রফিকুল ইসলাম দ্বিতীয় হয়েছেন।