শামীম ওসমান ও তার স্ত্রীকে বিদায় জানানো হচ্ছে
প্রায় একমাস নিউইয়র্কে ব্যক্তিগত সফর শেষে দেশে ফিরে যাচ্ছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। ১ জুলাই বৃহস্পতিবার রাতে কাতার এয়ারওয়েজে বাংলাদেশের উদ্দেশ্যে জেএফকে বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
এসময় শামীম ওসমান এবং তাঁর সহধর্মিনী, নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থা’র সভাপতি সালমা ওসমান লিপিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মিজ সাদিয়া ফয়জুন্নেসা। বিমান বন্দরে আরও উপস্থিত ছিলেন ডা: শামীম আহমেদ, কামরুন নেসা আহমেদ, হুমায়ুন কবির তুহিন, ফারহানা আহমেদ নুপুর প্রমূখ।
এসময় শামীম ওসমান জানান, আমার গুরুতর অসুস্থ শ্বশুরকে দেখতে নিউইয়র্কে এসেছিলাম। ভালো লেগেছে প্রবাসী নারায়ণগঞ্জবাসীদের আতিথেয়তায়। সকলকে ধন্যবাদ জানিয়ে দিবেন। তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশের কোভিড পরিস্থিতি ভালো না। তাই এলাকাবাসীসহ দেশের মানুষের পাশে থাকতে বাংলাদেশে ফিরে যাচ্ছি।