Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

করোনায় জীবন উৎসর্গকারীদের স্মরণে ‘সার্কেল অব হিরোজ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:৪৩, ৪ জুলাই ২০২১

আপডেট: ১২:৩৮, ৫ জুলাই ২০২১

করোনায় জীবন উৎসর্গকারীদের স্মরণে ‘সার্কেল অব হিরোজ

করোনা মহামারির শুরুর সময় নিজেদের জীবন উৎসর্গ করা জরুরি কর্মজীবীদের স্মরণে  নিউইয়র্কের ব্যাটারি পার্ক এলাকায় স্মৃতিস্তম্ভ স্থাপন করা হচ্ছে। 

গত সপ্তাহে রাজ্য গভর্নর অ্যান্ড্রু কুমো এ স্মৃতি স্তম্ভের কাজ উদ্বোধন করেছেন। গভর্নর কুমো বলেছেন, ‘সার্কেল অব হিরোজ’ নামের এ স্মৃতিস্তম্ভ জরুরি কর্মজীবীদের ত্যাগের কথা স্মরণ করিয়ে দেবে।


আসছে লেবার ডের মধ্যে অর্থাৎ আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই স্মৃতিস্তম্ভের কাজ সমাপ্ত হবে বলে জানানো হয়েছে। আশপাশের জলস্রোত ধারার মধ্যে সবুজ ঘেরা দৃষ্টিনন্দন এ স্থাপনাটি রাজ্যের সব জরুরি বিভাগের কর্মজীবীদের ত্যাগের প্রতি সম্মান জানাবে বলে বলা হয়েছে।

করোনা মহামারির শুরুর দিকে যখন সবাইকে বাড়িতে থাকার জন্য বলা হচ্ছিল তখন জরুরি অগ্রসর সারির কর্মজীবীরা নিজেদের জীবন বিপন্ন করে দিনরাত কাজ করেছেন। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেবা দিয়েছেন নিউইয়র্কবাসীকে। নিঃস্বার্থভাবে তাঁরা জননিরাপত্তা প্রদান, খাবার সরবরাহসহ জরুরি মৌলিক কাজে নিজেদের নিয়োজিত রেখেছেন।

সংবাদটি শেয়ার করুনঃ