Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে নিউইয়র্কে স্ট্রাইকিং ফোর্স

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:৩৫, ৪ জুলাই ২০২১

আপডেট: ১৩:১১, ৪ জুলাই ২০২১

আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে নিউইয়র্কে  স্ট্রাইকিং ফোর্স

মার্কিন ফেডারেল বিচার বিভাগ আগ্নেয়াস্ত্র তল্লাশির জন্য নিউইয়র্কসহ  নগরগুলোতে স্ট্রাইকিং ফোর্স নামাচ্ছে।

যুক্তরাষ্ট্রের আগ্নেয়াস্ত্র আইনের সংস্কার নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন উদ্যোগী হলেও এ নিয়ে রক্ষণশীলদের সহযোগিতা এখনো দৃশ্যমান নয়। মার্কিন সংবিধানের দ্বিতীয় সংশোধনীতে নাগরিকদের অস্ত্র রাখার অধিকার নিশ্চিত করা আছে। এ অধিকার রক্ষা করতে গিয়ে দেশটিতে বছরে ২০ হাজারের বেশি মানুষের আগ্নেয়াস্ত্র সহিংসতায় মৃত্যু হয়। 

সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিভিন্ন নগরে এমন সহিংসতা বেড়ে যাওয়ায় সর্বত্র উদ্বেগ বিরাজ করছে। করোনা মহামারি থেকে বেরিয়ে আসার সময়ে বাইডেন প্রশাসনের জন্য এমন সহিংসতা নিয়ন্ত্রণ করা এখন অগ্রাধিকারের তালিকায়।

যুক্তরাষ্ট্রের বহু রাজ্যেই আগ্নেয়াস্ত্র সহজেই কেনা যায়। আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের জন্য রাজ্য পর্যায়ে ভিন্ন ভিন্ন আইন আছে। সহজে কেনা যায় এমন রাজ্যগুলোর মধ্যে ভার্জিনিয়া, সাউথ ক্যারোলাইনা ও জর্জিয়া থেকে অস্ত্র সহজেই পাচার হয়ে যায় দেশের অন্যান্য অঞ্চলে।

নিউইয়র্ক ও নিউজার্সির মতো রাজ্যে ব্যবহৃত অধিকাংশ অস্ত্রই এসব রাজ্য থেকে আসা।
 

সংবাদটি শেয়ার করুনঃ