নিউইয়র্কে গাঁজা সংক্রান্ত (মারিজুয়ানা) কয়েক হাজার মামলা খারিজ করার জন্য আদালতকে আহ্বান জানিয়েছেন কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা কাটজ।
কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা কাটজ গত ২৯ জুন তিন হাজারের বেশি স্বল্প গুরুত্বের মারিজুয়ানা-সম্পর্কিত মামলা খারিজের আহ্বান জানাতে অপরাধ আদালতে হাজির হন। যা নিউইয়র্কে মারিজুয়ানা বৈধকরণের জের ধরে বিচার ও দণ্ড ব্যবস্থায় পরিবর্তনের ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।
মেলিন্ডা কাটজ বলেছেন, এসব মামলা নগরের কৃষ্ণাঙ্গদের প্রতি বৈষম্য সৃষ্টি করে বলে তিনি মনে করেন। তাই মামলাগুলো চালিয়ে নেওয়ার বিপক্ষে তিনি অবস্থান গ্রহণ করেছেন। এসব মামলার কোনো কোনোটিতে স্বল্প পরিমাণ মারিজুয়ানা বহনের জন্য ২০ বছরের ওয়ারেন্ট জারি করা আছে।