Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

২৪৫-তম স্বাধীনতা দিবস

নিউইয়র্কের আকাশে বর্ণিল আলোকসজ্জার অপেক্ষা

অভিক আহসান

প্রকাশিত: ১০:০৩, ৪ জুলাই ২০২১

আপডেট: ০৩:১৪, ৫ জুলাই ২০২১

নিউইয়র্কের আকাশে বর্ণিল আলোকসজ্জার অপেক্ষা

অপেক্ষা রাত পোহানোর। পোড়ানো হবে আতশবাড়ি;  বর্ণিল হবে নিউইয়র্কের আকাশ। উপলক্ষ্যটা যুক্তরাষ্ট্রের ২৪৫-তম স্বাধীনতা দিবস ঘিরে।

মহামারী করোনার কারণে গত বছর বাতিল হয়েছিল ঐতিহ্যবাহী এই উৎসব। তবে এবার দুঃখের অবসান ঘটতে যাচ্ছে নিউইয়র্কবাসীর। মাতবেন উৎসবে। ইন্ডিপেন্ডেন্স ডে’র বিশেষ এই আয়োজনের প্রস্তুতি শেষ করেছে দেশের সবচেয়ে বড় ডিপার্টমেন্টাল চেইনশপ মেসি’য।মোহনীয় হবে ব্রুকলিন ব্রিজের আশপাশে। ইস্টান রিভারে ভাসমান ৫ টি ভার্চে রাখা হয়েছে আতশবাজির ৬৫ হাজারের বেশি শেল্ট। প্রস্তুতি হিসেবে ক্যালিফোর্নিয়ার মরুভুমিতে পোড়ানোও হয়েছে আতশবাজি।

দুই ডোজ ভ্যাকসিন যারা নিয়েছেন তারাই এবার অংশ নিতে পারবেন ফায়ারওয়ার্কিং-এর উৎসবে। মহামারী উত্তরনে যারা অসামান্য অবদান রেখেছেন তাদের সম্মান জানানো হবে এবার। ৪৫ বছর ধরে স্বাধীনতা দিবসে ফায়ারওয়ার্ক করছে মেসি’য।

সংবাদটি শেয়ার করুনঃ