
এফবি টিভির ‘আনন্দ আয়োজন’ পোস্টার
এফবি টিভির দুই বছর পূর্তি এবং www.fbnews247.com এর শুভযাত্রা উপলক্ষ্যে আনন্দ আয়োজন করা হয়েছে। আজ ৩ জুলাই শনিবার সন্ধ্যা ৬ টায় ওয়াইনডাম এর লা কুইন্টায় হবে অনুষ্ঠানটি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। আজীবন সম্মাননা গ্রহণ করে সঙ্গীত পরিবেশন করবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের দুই কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসান। প্রাণের এই উৎসবে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।